উভয় বাজারে সূচক ও লেনদেন কমেছে

দেশের উভয় শেয়ারবাজারে বাজারে আজ রোববার মূল্যসূচক ও লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের চেয়ে ৩১ শতাংশ লেনদেন কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে ২২ শতাংশ।
বাজার সংশ্লিষ্টদের মতে, রোজায় বিনিয়োগকারীদের মধ্যে লেনদেনে আগ্রহ কমেছে। আর রমজানের সময় লেনদেনের সময়ও তিন ঘণ্টায় নামানো হয়েছে। এ কারণেও লেনদেন কম হয়েছে।
ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৩০৮ কোটি ২৮ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে ৯৮ কোটি ৪৬ লাখ টাকা কম। লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টি, কমেছে ১৪৮টির ও অপরিবর্তিত ছিল ৫০টির দাম।
ডিএসইর প্রধান সূচক আজ ৮.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৫১১.৪৬ পয়েন্ট। আর ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১৭৩১.০৪ পয়েন্ট ও শরিয়াহ সূচক ১.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১০৩.০৯ পয়েন্ট।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৩ লাখ আট হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে সাত কোটি ১২ লাখ টাকা কম। লেনদেন হওয়া ২২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১০১টির ও অপরিবর্তিত ছিল ৩১টির দাম। সিএসইর সার্বিক সূচক কমেছে ৮.৫৫ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- খুলনা পাওয়ার, আরএকে সিরামিক, ফার কেমিক্যাল, ইউনাইটেড এয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, সাইফ পাওয়ারটেক, তসরিফা ইন্ডাস্ট্রিজ, এএফসি অ্যাগ্রো, ফ্যামিলিটেক্স ও বেক্সিমকো।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- সমতা লেদার, হাক্কানী পাল্প, ন্যাশনাল ফিড, কেঅ্যান্ডকিউ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এএফসি অ্যাগ্রো, খুলনা প্রিন্টিং, গোল্ডেন হারভেস্ট, প্রথম প্রাইম মিউচুয়াল ফান্ড ও মুন্নু স্টাফলার।