হাতীবান্ধায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণের পাশাপাশি গরীব ও দুঃস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়ার উদ্দেশে একটি মেডিকেল ক্যাম্পেইনেরও আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম।
তিস্তায় হঠাৎ পানি বাড়ার কারণে সৃষ্ট বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হন। পানিবন্দি থাকার কারণে নানা ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বিজিবি এই মানবিক উদ্যোগ গ্রহণ করে।
গরীব ও অসহায় ৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, চিঁড়া, তেল, আলু, পেঁয়াজ ও লবণ বিতরণ করা হয়। এছাড়া মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন রোগের ওষুধ দেওয়া হয়।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের যেকোনো বিপর্যয়ে বিজিবি সবসময় পাশে আছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মানবিক সেবা করার জন্য বিজিবি সব সময় প্রস্তুত।