সবাই চেষ্টা করলে জাতিকে ভালো নির্বাচন উপহার দিতে পারব : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘নির্বাচনে এআই নিয়ে অনেক ট্রাবল ফেইস করতে হবে। তবে যতটুকু কমানো যায়, সবাই মিলে কাজ করলে হয়ত ঝামেলা কমানো যাবে। আমরা সবাই মিলে চেষ্টা করলে জাতিতে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারব, ইনশাআল্লাহ।’
আজ সোমবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
সংলাপে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, ‘কিছু কিছু বাহিনী ৫ আগস্টের পর ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তবে আগে তো শক্তিশালী বাহিনী ছিল, কিন্তু তাদের অবস্থান কী ছিল আগে? কেমন নির্বাচন তারা করেছে? এবারের বাহিনীগুলো হয়ত অনেক শক্তিশালী থাকবে না, তবে তারা ভালো নির্বাচনের চেষ্টা করবে।’
আবুল ফজল সানাউল্লাহ আরও বলেন, ‘আমরা যত তথ্যের প্রবাহ বাড়াতে পারব, তত অপতথ্য কমে যাবে। তারপরও অপতথ্যের জবাবে সত্য তথ্য প্রচার করতে হবে। এটাই পুরো বিশ্ব ফলো করে। কাউন্টার সত্য ন্যারেটিভ তৈরি করতে হবে। এতে সাংবাদিকদের অনেক ভূমিকা রাখা দরকার। তবে, এআই ও সোশ্যাল মিডিয়া ইজ বিগ চ্যালেঞ্জ।’