সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের বাঁশের দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শাকিল (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জসিম উদ্দিন নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন এবং তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার ঢেমশা ইউনিয়নের মজিদ কোম্পানির বাড়ির আমির হোসেনের ছেলে এবং সে সাতকানিয়া সদরে একটি দোকানে কর্মচারী হিসেবে নিযুক্ত ছিল।
ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের জানান, একটি বিয়ে অনুষ্ঠান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটেছে।
দোহাজারী হাইওয়ে থানার পরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, চট্টগ্রামমুখী পাশাপাশি দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে কেরানীহাট মা-শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন এবং আহত জসিমকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।