চাচাতো ভাইদের সঙ্গে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

পাবনার সুজানগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আবু বকর মন্ডল (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল আজিজ মন্ডল নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আবু বকর চকপাড়া গ্রামের লবু মন্ডলের ছেলে। তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। আহত আব্দুল আজিজ একই এলাকার কবির মন্ডল ওরফে কবু মন্ডলের ছেলে। তিনিও ইটভাটার শ্রমিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবু বকর মন্ডল ও আহত আজিজ মন্ডলের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার রাতে তাদের দুই পক্ষের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে আবু বকর গুরুতর আহত হন এবং আব্দুল আজিজের মাথায় আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু ঘটনাস্থলেই হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আহত আজিজকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুর রশিদ জানান, জমিজমা নিয়ে তাদের পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। দুপুরেও দুই পক্ষের মধ্যে এক দফা সংঘর্ষ হয়। রাতে আবারও সংঘর্ষে আবু বকর নিহত হন এবং আজিজ গুরুতর আহত হন। উভয় পরিবারই দরিদ্র। তারা শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, চাচাতো ভাইদের মধ্যে টেঁটা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।