ঝালকাঠিতে টাইফয়েড টিকাদান শুরু ১২ অক্টোবর

ঝালকাঠিতে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের নিয়ে একটি পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় জানানো হয়, টিকাদান কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের নিচে থাকা প্রায় এক লাখ ৫৯ হাজার শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেওয়া হবে।
‘শিশু, কিশোরী ও নারীদের উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস আজকের কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান। সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি জানান, বিশ্বে প্রতি বছর প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়, যার মধ্যে এক লাখ মানুষের মৃত্যু হয়। বাংলাদেশে বছরে এই রোগে প্রায় ছয় হাজার মানুষ মারা যায়।
কর্মশালায় জানানো হয়, টিকাদান কর্মসূচিতে অংশ নিতে এখনই শিশুদের জন্মনিবন্ধনের ১৭ ডিজিটের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। এই ক্যাম্পেইন আগামী ১২ অক্টোবর সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা এক মাস ধরে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলবে।