মা-হারা দুই শিশুকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

নওগাঁর রাণীনগরে মা-হারা দুই শিশু প্রীতম ও প্রিয়সীকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল হাসান। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজ কার্যালয়ে তিনি শিশুদের হাতে ১৫ হাজার টাকার একটি চেক তুলে দেন।
১১ বছরের প্রীতম সপ্তম শ্রেণিতে এবং ৭ বছরের প্রিয়সী দ্বিতীয় শ্রেণিতে পড়ে। গত ১১ এপ্রিল চিকিৎসার অভাবে তাদের মা পূর্ণিমা মারা যান। তাদের বাবা ডাবলু প্রামাণিক মানসিকভাবে অসুস্থ। মা হারানোর পর তাদের জীবন প্রায় অন্ধকারে ছেয়ে গিয়েছিল।
দুই শিশুর একমাত্র ভরসা তাদের কাকা পলাশ চন্দ্র প্রামাণিক। স্নাতক শেষ করেও চাকরি না পেয়ে তিনি গ্রামে গ্রামে সিঙ্গারা বিক্রি করে সংসার চালান। তিনি মৃত ভাবির স্বপ্ন পূরণের জন্য দুই ভাতিজা-ভাতিজিকে আগলে রেখেছেন। কিন্তু দারিদ্র্যের কারণে তাদের পড়াশোনা যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।
ইউএনও রাকিবুল হাসান শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমরা দুই ভাইবোন পড়াশোনা চালিয়ে যাবে। যেকোনো প্রয়োজনে আমাকে জানাবে। আমি সব সময় তোমাদের পাশে আছি।’