যতদিন দায়িত্বে থাকব সারের দাম বাড়বে না : কৃষি উপদেষ্টা

যতদিন দায়িত্বে থাকবেন ততদিন সারের দাম বাড়বে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে গত এক বছরের সাফল্য, অর্জন ও সার্বিক অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
কৃষি উপদেষ্টা বলেন, আমি যতদিন দায়িত্বে থাকব ততদিন সারের দাম বৃদ্ধি পাবে না।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আরাকান আর্মিরা ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ইয়াবা নিয়ে বিনিময়ে বাংলাদেশ থেকে সার, ওষুধ, চাল পাচার হয়। বেশি সার দিলেই পাচার হয়ে যায়। তাই কোথাও অতিরিক্ত সার দেওয়া হবে না। প্রয়োজনের বেশি সার দিলে এমনটা হয়।
সারের দাম বৃদ্ধি ও সংকট রোধে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, সারের ডিলারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। যার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ ইমদাদুল বলেন, দেশে পর্যাপ্ত সার আছে। সারের সংকট হবে না।
মোহাম্মদ ইমদাদুল বলেন, ম্যানেজমেন্টে বড় পরিবর্তন আনা হচ্ছে। আগামীতে ম্যানেজমেন্টের সমস্যা হবে না। এই বিষয়টি আমরা অনলাইনের মাধ্যমে করব।