রানীশংকৈল যুবদলের সভাপতি সুমন, সম্পাদক আক্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা যুবদলের কমিটি ঘোষণা করেছে জেলা যুবদল। গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা যুবদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা এবং সদস্য সচিব জাহিদ হাসান স্বাক্ষরিত এই আংশিক কমিটিতে তিনজনের নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে শামীম সুমনকে সভাপতি, আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক এবং আওলাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
শামীম সুমন বলেন, জেলা যুবদলের নেতারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি সর্বোচ্চ মর্যাদা ও সততার সঙ্গে পালন করার চেষ্টা করব। তারা যে রাজপথের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করেন, তার প্রমাণ আমি।
জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে উপজেলা ও পৌর যুবদলের কমিটি একই সঙ্গে ঘোষিত হওয়ায় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ সময় নতুন কমিটিকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।