পিস্তল নিয়ে মারামারির সময় যুবক গুলিবিদ্ধ

খুলনা থানা ও পুলিশ সুপারের কার্যালয়ের এলাকায় পিস্তল নিয়ে দুই যুবকের মারামারির সময় অনিক নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অনিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
গুলিবিদ্ধ অনিক স্থানীয় কালিবাড়ীর মন্টু দাশের ছেলে। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আশপাশের একটি ড্রেন থেকে পুলিশ একটি পিস্তল, গুলি এবং ম্যাগজিন উদ্ধার করেছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই যুবকের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তাদের একজন কোমর থেকে পিস্তল বের করে অপর যুবককে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে যুবকটি রাস্তার ওপর লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় হামলাকারী যুবক অস্ত্র ফেলে পালিয়ে যায়।