ইসির সংলাপ শুরু ২৮ সেপ্টেম্বর

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক বিষয়টি জানিয়েছেন।
নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর আগে সুশীল সমাজ, নারী প্রতিনিধি ও গণমাধ্যমের সঙ্গে সংলাপ হবে। প্রায় এক মাস ধরে এই সংলাপ চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি, নারী নেত্রী, পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ, রাজনৈতিক দল ও জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ জানানো হবে।
ইসি জানায়, বর্তমানে নতুন দলের নিবন্ধন কার্যক্রম চলছে। তাদের সঙ্গে নিয়েই কমিশন সংলাপের আয়োজন করতে চায়। এজন্য দলগুলোর সঙ্গে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বসা হবে। তবে এবার দলগুলোকে কয়েকটি গ্রুপে ভাগ করে এবং বড় দলগুলোকে আলাদা আলাদা করে সংলাপ হতে পারে।
বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি (আওয়ামী লীগসহ)। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। তবে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে।