বৃষ্টির কারণে ঢাকার বাতাসের মানে উন্নতি

বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২৫তম অবস্থানে রয়েছে শহরটি। আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার একিউআই স্কোর ৭১।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।
একিউআই সূচক অনুযায়ী, আজ ১৭৫ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে মিশরের কাইরো। ১৬৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। ১৪২ স্কোর নিয়ে তৃতীয়তে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ৯৯ স্কোর নিয়ে চতুর্থতে রয়েছে সৌদি আরবের রিয়াদ। ৯৬ স্কোর নিয়ে পঞ্চমে রয়েছে ইথিওপিয়ার আদ্দিস আবাবা।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।