চট্টগ্রামের ত্রাস ছোট সাজ্জাদ দুই দিনের রিমান্ডে

চট্টগ্রামের ব্যবসায়ী মাসুদ কায়সার হত্যার মামলায় আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’কে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার শুনানি শেষে এ আদেশ দেন।
জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। কিন্তু আদালত উভয়পক্ষের যুক্তি শোনার পর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ২৯ আগস্ট হাটহাজারীর কুয়াইশ অনন্যা আবাসিক এলাকায় আনিসুর রহমানকে গুলি করে হত্যা করা হলে নিহতের স্ত্রী বাদী হয়ে সাজ্জাদসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।
এরপর গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি থেকে পুলিশ সাজ্জাদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্না শারমিন ফেসবুক লাইভে এসে দাবি করেন কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন কেনা সম্ভব, যা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে অপমান করার অভিযোগে সমালোচিত হয়।
ছোট সাজ্জাদের বিরুদ্ধে রয়েছে জোড়া খুনসহ অন্তত ১৭টি মামলা। তার বিরুদ্ধে অভিযোগ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও নির্মাণকাজের মালিকদের কাছে চাঁদা দাবি, অস্বীকার করলে গুলি চালানো ও হত্যার হুমকি দেওয়া।
২০২৩ সালের ২৮ জানুয়ারি অক্সিজেন-কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি চালিয়ে মাসুদ কায়সার ও গত বছরের ২৯ আগস্ট আনিসুর রহমানকে হত্যা, একই বছরের ২১ সেপ্টেম্বর চান্দগাঁও থানার অদূরপাড়া এলাকায় ব্যবসায়ী আফতাব উদ্দিন খুন এবং পুলিশের ওপর গুলি চালানোসহ নানা ঘটনায় তার নাম উঠে আসে। তিনি বায়েজিদ থানার ওসিকে ফেসবুক লাইভে পেটানোর হুমকিও দিয়েছিলেন।
পুলিশ জানায়, সাজ্জাদকে ধরিয়ে দিতে একসময় নগদ অর্থ পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছিল। হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাসিন্দা সাজ্জাদকে বড় সাজ্জাদের সহযোগী হিসেবেও চেনে সবাই।
পুলিশের দাবি, একসময় জামিনে বের হয়ে আবারও খুন-চাঁদাবাজিতে সক্রিয় হয়ে ওঠে সে। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে ঢাকার বসুন্ধরা সিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে আদালতের রায়ে রিমান্ডে রয়েছে।