হত্যাচেষ্টা মামলায় কলেজ শিক্ষক মুকিব মিয়া রিমান্ডে

লালমনিরহাটের কলেজ শিক্ষক মো. মুকিব মিয়াকে রাজধানীর নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় দুই দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) সিয়াম আহমেদ আসামিকে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
এ দিন শুনানি উপলক্ষে আসামিকে আদালতে হাজির করা হয়েছে। তার উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
নথি থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২ আগস্ট নিউমার্কেটের ২নং গেটের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় মাজেদুল ইসলাম, ঢাকা কলেজ, ইডেন কলেজ, সিটি কলেজের কয়েকজন আহত হন। এ ঘটনায় গত বছরের ২৬ আগস্ট মাজেদুল ইসলামের চাচাতো ভাই হাবিবুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ১০৭ জনের নামে মামলা করেন।