সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮২৩

ফাইল ছবি
রাজধানী ঢাকাসহ সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৮২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।
এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৭১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫৫২ জনকে। মোট গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৮২৩ জনকে।