নেপালে অবস্থানরত বাংলাদেশিদের ঘরে থাকার পরামর্শ

কাঠমাণ্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নেপালে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিকের প্রতি জরুরি সতর্কতা জারি করেছে। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের ভ্রমণ এড়িয়ে চলার ও ঘরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
এক বার্তায় অন্তর্মুখী যাত্রী কিংবা স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের সবাইকে হোটেল বা বর্তমান অবস্থানস্থলে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। এছাড়া বিদ্যমান নিরাপত্তাজনিত কারণে নেপালে ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে।
জরুরি সহায়তার জন্য সাদেক (+৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯) ও সরদা (+৯৭৭ ৯৮৫১১২৮৩৮১) এই দুই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
গত সপ্তাহে ভুয়া তথ্য, প্রতারণা ও ঘৃণামূলক বক্তব্য রোধের অজুহাতে নেপাল সরকার ২৬টি অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। এর মধ্যে ছিল হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন ও ইউটিউব।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে “জেন জি” আন্দোলন নামে প্রতিবাদ শুরু হয়। রাজধানী কাঠমান্ডু ও বিভিন্ন বড় শহরে হাজারো তরুণ-তরুণী ও শিক্ষার্থী নেমে আসে রাস্তায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়েছে।
এদিকে ক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন।
রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি জানিয়েছেন, তিনি আজ থেকেই কার্যকরভাবে পদত্যাগ করছেন। দেশের সংকট সমাধান ও রাজনৈতিক সমাধানের পথে অগ্রসর হওয়ার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।