ঢামেকের তৃতীয় তলার ছাদের পলেস্তারা খুলে রোগী আহত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান, গলা (ইএনটি) বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডের ছাদের একাংশের পলেস্তারা খসে পড়ে এক রোগীর আহত হয়েছেন। আহত ওই রোগীর নাম সালমা বেগম (৩৮)। তিনি নাক কান গলা বিভাগের ৩০৩ নাম্বার ওয়ার্ডে ভর্তি আছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
আহত নারী সালমা বেগম জানান, আমার কানের পর্দা ফেটে গেলে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নাক কান গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হই। ওই ওয়ার্ডের সিট না থাকায় আমি বারান্দায় পাটি বিছিয়ে চিকিৎসা সেবা নিচ্ছিলাম। আজ সকালে হঠাৎ আমার উপরে ছাদের বালু-সিমেন্ট খুলে পড়ে। এতে আমার ডান পায়ে প্রচণ্ড ব্যথা পাই। আমাদের বাসা চকবাজার থানার নাজিম উদ্দিন রোড এলাকায়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, সকালে আমি ডিউটিতে এসে দেখি হঠাৎ করে উপর থেকে ছাদের পলেস্তারা ভেঙে রোগীর ওপর পড়েছে। ওই রোগীর পায়ে অনেক ব্যথা পেয়েছে। এই ভবনটি ১৯৪৬ সালের তৈরি করা অনেক পুরাতন হয়ে গেছে। এর আগেও এই ওয়ার্ডে রোগীর উপরে পলেস্তারা ভেঙে পড়ে রোগী আহতের ঘটনা ঘটেছিল।
এই বিষয়ে জানতে চাইলে কেবিন ব্লকের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর বলেন, ৩০৩ নম্বর ওয়ার্ডের নাক কান গলা বিভাগের ছাদের পলেস্তারা খুলে পড়ে গেছে সে বিষয়টি আমার জানা নেই। কোন রোগী আহত হয়েছে কিনা সে বিষয়টিও আমার জানা নাই।
ঘটনার বিষয়ে জানতে একাধিকবার মোবাইল ফোনে ফোন দিলেও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান ফোন ধরেননি। পরে তাকে মেসেজ দেওয়া হলেও তিনি কোন উত্তর দেননি।