দলিল লেখকের বিরুদ্ধে জাল সনদে লাইসেন্স নেওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক শফিকুল ইসলামের বিরুদ্ধে জাল সনদে লাইসেন্স নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দলিল লেখক শফিকুল ইসলাম নেজামপুর ইউপির দক্ষিণ চণ্ডীপুর গ্রামের বাসিন্দা।
জাল সার্টিফিকেট দিয়ে দলিল লেখক হিসেবে লাইসেন্স নিয়েছে শফিকুল ইসলাম– এই মর্মে গত ২৮ আগস্ট নাচোল সাব-রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন নাচোল পৌরসভার মোমিনপাড়া এলাকার আশরাফুল ইসলাম।
তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন, শফিকুল ইসলাম ২০২৫ সাল থেকে বর্তমানে নাচোল সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী দলিল লেখক হিসেবে কাজ করছে। তিনি ১৯৯৫ সালের এসএসসি পাশ সার্টিফিকেট দিয়ে দলিল লেখকের লাইসেন্স গ্রহণ করেন, যা জাল। অভিযোগকারী আরও বলেন, শফিকুল ইসলাম আর আমি ১৯৯৫ সালে নেজামপুর খড়িবাড়ি পিয়ার সর্দার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিই। আমি পাশ করি, কিন্তু শফিকুল ফেল করে। ফেল করার পর শফিকুল আর পরীক্ষা দেয়নি। ১৯৯৪ সালে শফিকুল ইসলাম তার চাচাতো ভাই শফিকুলের মুন্সি হযরত উচ্চ বিদ্যালয়ের এসএসসি পাশ সার্টিফিকেট দিয়ে দলিল লেখকের নিবন্ধন নেন।
অভিযোগপত্রে আরও বলা হয়, দলিল লেখক শফিকুল ইসলাম একটি অনলাইন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি, হুমকি ও নানা রকম অপকর্মের সঙ্গে জড়িত। অভিযুক্তের শাস্তির জন্য লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে দলিল লেখক শফিকুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তা সত্য কি না, তদন্ত হোক।
নাচোল সাব-রেজিস্ট্রার এমএ আল মামুন বলেন, দলিল লেখক শফিকুলের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।