কাপ্তাইয়ে আখ চাষে সফল প্রান্তিক চাষীরা

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়ায় আখ চাষ করে সফলতা পেয়েছেন প্রান্তিক চাষীরা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সুগারক্রপ জোরদারকরণ প্রকল্পের আওতায় ২০২৪-২৫ রোপণ মৌসুমে ইউনিয়নের ২নং ওয়ার্ডের রেশম বাগান এলাকায় নয়টি প্লটে আখ চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন তারা।
সরেজমিনে দেখা যায়, সারি সারি সবুজ আখের বাগান। খুশি চাষীরা আখ কেটে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। কেউ কেউ এরই মধ্যে আগাম বিক্রি করেও লাভবান হয়েছেন।
চাষি মায়াদেবী তঞ্চঙ্গ্যা বলেন, আমি ৬০ শতাংশ জমিতে আখ লাগিয়েছি। ফলন খুব ভালো হয়েছে। পাইকারি ব্যবসায়ীরা প্রতি পিস আখ ২২ থেকে ২৫ টাকা করে কিনে নিচ্ছেন। ইতোমধ্যে কিছু বিক্রি করেছি, বেশ লাভও হয়েছে।
আরেক চাষি ইতি তঞ্চঙ্গ্যা বলেন, আমি প্রায় এক একর জমিতে আখ চাষ করেছি। ফলন ভালো হয়েছে, বিক্রি করেও লাভবান হয়েছি।
প্রকল্পের কনসালটেন্ট ধনেশ্বর তঞ্চঙ্গ্যা বলেন, এই প্রকল্পের আওতায় ৯টি প্লটে আখ চাষ হয়েছে। কৃষকরা বিএসআরআই আখ–৪২ (রং বিলাস) জাতের আখ লাগিয়েছেন, যা খুবই মিষ্টি। প্রকল্প থেকে প্রতি প্লটে এক বিঘা করে চাষের সুবিধা দেওয়া হলেও অনেক কৃষক নিজ উদ্যোগে আরও বেশি জমিতে আখ চাষ করে সফল হয়েছেন।
তঞ্চঙ্গ্যা আরও বলেন, পাহাড়ে আখ চাষের সম্ভাবনা অনেক। এটি লাভজনক হওয়ায় স্থানীয়দের আগ্রহও বাড়ছে। তাই আখ চাষে চাষীদের আরও উৎসাহিত করতে কার্যক্রম অব্যাহত থাকবে।