রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনে নতুন রেকর্ড
বাগেরহাটের রামপাল উপজেলায় অবস্থিত ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড তৈরি করেছে। চলতি মাসে এই কেন্দ্রটি ৭৭১.৭০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৭.১৫%।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, প্ল্যান্টটির পিএলএফ (প্ল্যান্ট লোড ফ্যাক্টর) ছিল ৭৮.৫৮ শতাংশ। গত তিন মাস ধরে কেন্দ্রটি ধারাবাহিকভাবে প্রতি মাসে ৬০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করে চলেছে, যার মোট উৎপাদন দাঁড়িয়েছে ২,০৩৬.৪ মিলিয়ন ইউনিট।
বাংলাদেশ ও ভারতের মৈত্রীর প্রতীক এই বিদ্যুৎ কেন্দ্রটি আমদানিকৃত কয়লার ওপর নির্ভরশীল হলেও এতে আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি আধুনিক পরিবেশ সুরক্ষা ব্যবস্থা যেমন—ফ্লু-গ্যাস ডি-সালফারাইজেশন, উন্নত ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর এবং ২৭৫ মিটার উচ্চতার চিমনি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ক্লোজড-সাইকেল কুলিং এবং জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেম থাকায় এটি পরিবেশসম্মতভাবে বিদ্যুৎ উৎপাদন করছে।
স্থিতিশীল ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।