কালীগঞ্জের নতুন ইউএনও কামরুল ইসলাম

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এটিএম কামরুল ইসলাম। বুধবার (২৭ আগস্ট) সকালে নিজ কার্যালয়ে যোগদানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
যোগদানের পরপরই তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। কর্মকর্তারা নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে, গত ২১ আগস্ট ঢাকা জেলা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এটিএম কামরুল ইসলামকে কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে তনিমা আফ্রাদকে বদলি করে গাজীপুর পৌরসভার সম্পত্তি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এটিএম কামরুল ইসলাম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৬তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে, তিনি বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছেন।
এটিএম কামরুল ইসলাম বলেন, কালীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান অঙ্গীকার। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর যোগদানকে স্বাগত জানিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এটিএম কামরুল ইসলামের গতিশীল নেতৃত্বে উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।