সিরাজগঞ্জে সাব্বির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও আট আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের ওয়াজ আলী, তার ছেলে সেলিম রেজা, কুন্নু, হামিদ, তার ভাই আরশেদ আলী, আব্দুস সামাদ ও ইদ্রিস আলী।
মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট গোলাম সারোয়ার খান জানান, ২০১২ সালের ২৩ আগস্ট সকালে পূর্ব শত্রুতার জেরে শাহজাদপুরের পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওসমান গনির ওপর হামলা চালায় আসামিরা। তার চিৎকারে ছেলে সাব্বির হোসেন, ভাই মতিন ও রমজান আলী এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাব্বির হোসেন মারা যান।
এ ঘটনায় সেদিনই ওসমান গনি বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জন অজ্ঞাতনামাকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।