সিরাজদিখানে স্বাস্থ্য উপদেষ্টার বিসিক কেমিক্যাল পার্ক পরিদর্শন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিসিক কেমিক্যাল শিল্প নগরী পার্ক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শনিবার (১৬ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী গ্রামে তিনি এ পরিদর্শন করেন।
এ সময় উপদেষ্টা পার্কের ভ্যাকসিন প্রজেক্ট ও নতুন ফার্মাসিউটিক্যাল স্থাপনের প্রস্তাবিত স্থানসমূহ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, বিসিক কেমিক্যাল শিল্প পার্কের সব স্থাপনা সরকারি রোডম্যাপ অনুযায়ী নির্মাণ করতে হবে। তিনি বলেন, এ প্রকল্প চালু হলে স্থানীয় জনগণের কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব হ্রাস পাবে এবং এলাকাবাসী সরাসরি সুবিধা ভোগ করবে। এছাড়া প্রকল্পের ভেতরে কোন স্থাপনা কোথায় হবে সে বিষয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন এসেন্সিয়াল ড্রাগস বাংলাদেশের এমডি মো. আব্দুস সামাদ মৃধা, বিসিক কেমিক্যালের পিডি মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপস) মোহাম্মদ কাজী হুমায়ুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম মিয়া এবং সিরাজদিখান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক।
পরে সকাল ১১টা ১০ মিনিটে উপদেষ্টা নূরজাহান বেগম ঢাকার উদ্দেশ্যে রওনা হন।