পদ্মার ভাঙনে শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখির কান্দি (৩নং ওয়ার্ড) এলাকায় পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পূর্ব রাখির কান্দি গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে দুই শতাধিক মানুষ অংশ নেন। এতে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন পদ্মার ভাঙনে ইতোমধ্যে বহু পরিবার গৃহহীন হয়েছে, শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং একটি মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীভাঙনের কারণে শতাধিক পরিবার চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। প্রতিনিয়ত ঘরবাড়ি নদীতে বিলীন হওয়ায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এতে শিক্ষা ও সামাজিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তারা দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার দাবি জানান। বক্তারা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করে পদ্মার ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।