সিলেটে পোর্ট্রেট জাতীয় ফটোগ্রাফি ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের জিন্দাবাজারের একটি হোটেলে গতকাল শুক্রবার (১৫ আগস্ট) পোর্ট্রেট জাতীয় ফটোগ্রাফি ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে এবং ফটো সাংবাদিক শেখ নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনটিভির পরিচালক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. নূরুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির প্রধান উপদেষ্টা কাশেম জামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বুলবুল আহমেদ ও রফিকুর রহমান, প্রোট্রেটের উপদেষ্টা ও এম এন এস ইনসপেকশন কোম্পানির ব্যবস্থাপনা সম্পাদক পিযুষ তালুকদার এবং প্রোট্রেট ফটোগ্রাফিক ক্যাম্প-২০২৫ এর আহ্বায়ক ডা. এম. হায়দার আলী।
স্বাগত বক্তব্য রাখেন প্রোট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী। এছাড়াও বক্তব্য রাখেন সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সাবেক সভাপতি ফরিদ আহমদ।
বক্তারা বলেন, ফটোগ্রাফি শুধু শিল্প নয়, এটি ইতিহাস সংরক্ষণের অন্যতম শক্তিশালী মাধ্যম। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ফটোগ্রাফারের সৃজনশীল দৃষ্টিভঙ্গি এবং নান্দনিকতা ফটোগ্রাফিকে সমৃদ্ধ করে। এ ধরনের ক্যাম্প ফটোগ্রাফারদের অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী ক্যাম্পে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ফটোগ্রাফাররা অংশ নেন।