সিলেটে সাদাপাথর উদ্ধারে যৌথবাহিনীর অভিযান
সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদাপাথর উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। বুধবার (১৩ আগস্ট) রাত থেকে জাফলং ও ভোলাগঞ্জ সড়কে তৎপর দেখা যায় তাদের। এ সময় বেশ কিছু পাথরবোঝাই নৌকা ও ট্রাক আটক করা হয়।
পাথরবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশির পাশাপাশি চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়। বৈধ পাথরবাহী ট্রাকগুলোকে পরবর্তী গন্তব্যে যেতে দেওয়া হলেও বৈধ আমদানির কাগজ না থাকা কয়েক হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।
তবে চালকরা অভিযোগ করেছেন, তাদের কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও হয়রানি করা হচ্ছে। তারা অবৈধ পাথর উদ্ধারে স্টোন ক্রাশার জোনে অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
সিলেটের সাদা পাথরে গত কয়েক সপ্তাহ ধরে নজিরবিহীন লুটপাটের পর চুরি হওয়া পাথর উদ্ধারে ও নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। সিদ্ধান্ত হয়েছে, চুরি হওয়া পাথর ফেরত এনে আগের অবস্থানে বসানো হবে এবং ২৪ ঘণ্টা যৌথবাহিনী মোতায়েন থাকবে।
বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, পাথর চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এর আগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা আগামী রোববার তাদের প্রতিবেদন দেবে।
প্রশাসনের পাঁচ দফা সিদ্ধান্তের মধ্যে রয়েছে- জাফলং ইসিএ ও সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী মোতায়েন, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের স্থায়ী চেকপোস্ট স্থাপন, অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পাথর চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও চুরি হওয়া পাথর আগের স্থানে ফিরিয়ে আনা।