ডিএমপি কমিশনার হাবিবুর ওয়ারলেসে নির্দেশ দেন ‘গুলি করো’

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের গুলিতে শিক্ষার্থীসহ ছয়জনকে হত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ আট কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। এ মামলায় দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার (১২ আগস্ট) আদালতে সাক্ষ্য দেন শহীদ মুস্তাকিমের বাবা শেখ জামাল হাসান, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজ্যুয়েট কলেজের অধ্যাপক আয়ারা ইয়াসমিন ও শহীদ আনাসের বাবা সাহরিয়া খান পলাশ। তারা চানখারপুলের হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশকে দায়ী করে জবানবন্দি দেন।
আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশ দেওয়ার ওয়্যারলেস বার্তার অডিও ক্লিপ আজ মঙ্গলবার আদালতে এভিডেন্স (প্রমাণ) হিসেবে জমা দেয় প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ মামলাটির সাক্ষ্য ও এভিডেন্স গ্রহণ করা হয়।
ওয়্যারলেস বার্তার অডিওতে শোনা যায়, হাবিবুর রহমান বলেন, ‘আমাদের সব অফিসার যে যেখানে আছেন, ডিউটি করছেন—আমাদের নিজের জীবন-সম্পদ রক্ষা, অফিস-আদালত রক্ষা, জনগণের জীবন-সম্পদ রক্ষার জন্য আপনারা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আমি বারবার বলেছি, নির্দেশ দিয়েছি, আপনাদের স্বাধীনতা দিয়েছি—যেখানে যেমন সিচুয়েশন (সেখানে) সেভাবে আপনারা করবেন। আপনারা নিলিং পজিশনে গিয়ে হাঁটু গেড়ে, হাঁটু গেড়ে কোমরের নিচে আপনারা গুলি করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন, ওভার।’
আজও দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ উপলক্ষে চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ চারজন হলেন—শাহবাগ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। এদিকে সাবেক ডিএমপি কমিশনারসহ অপর চার আসামি এখনও পলাতক রয়েছেন।
গত ৩ জুন পলাতক চার পুলিশ কর্মকর্তাকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গত ২৫ মে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ২৫ মে এ মামলায় আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
গত ১৪ জুলাই এ মামলায় পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। গত বছরের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।