মধ্য রাতে আ.লীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীতে মধ্য রাতে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে কয়েকজন বন্দর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে। আহত এসআই আবু সাঈদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (বন্দর) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সোমবার দিনগত রাত ২টার দিকে নগরীর বন্দর থানার ঈশানমিস্ত্রি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।’
আমিরুল ইসলাম আরও বলেন, ‘গভীর রাতে আওয়ামী লীগের একদল নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে। যেহেতু, দলটির কার্যক্রম নিষিদ্ধ আছে, খবর পেয়ে বন্দর থানা পুলিশ সেখানে যায়। কয়েকটি দলে ভাগ হয়ে পুলিশ সদস্যরা সেখানে অভিযান করছিল। এ সময় একজন পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।’
আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী এলাকাজুড়ে যৌথ অভিযান শুরু করে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ পর্যন্ত ২১ জনকে আটকের তথ্য দিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।