শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু মামলা তদন্তাধীন : দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে বেশ কিছু মামলা তদন্তাধীন রয়েছে। দ্রুত এসব মামলাকে দৃশ্যমান করা হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলো পুনর্জীবিত করবে দুদক।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ২২ কোটি টাকা ব্যয়ে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা জানান দুদক চেয়ারম্যান।
উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে। কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কোনো রাজনৈতিক সরকার নয়। আশার কথা হলো এই পরিষদের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার।
এ সময় সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন দুদক চেয়ারম্যান।
এ সময় রংপুরের জেলা প্রশাসকসহ দুদকের আঞ্চলিক ও জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।