উখিয়ায় আরাকান আর্মি সদস্যের আত্মসমর্পণ

কক্সবাজারের উখিয়া সীমান্তে আরাকান আর্মির এক সদস্য অস্ত্রসহ বিজিবির কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারী জীবন তঞ্চঙ্গা (২১) নিজেকে বাংলাদেশের নাগরিক দাবি করেছেন। জীবন তঞ্চঙ্গার দেওয়া তথ্য অনুযায়ী বিজিবি জানায়, তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জবুনিয়া গ্রামের বাসিন্দা।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অস্ত্রসহ অনুপ্রবেশ করে জীবন তঞ্চঙ্গা। পরে তিনি বিজিবির কাছে আত্মসমর্পণ করেন। তার কাছ থেকে অত্যাধুনিক একটি বিদেশি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, সীমান্তের ওপারে মংডুর একটি ক্যাম্প থেকে ব্যক্তিগত নিরাপত্তা হুমকির কারণে পালিয়ে এসে তিনি বিজিবির কাছে আশ্রয় চেয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, প্রায় ৩০০ জন আরাকান আর্মির সদস্য মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছেন। তাদের যেকোনো সময় বাংলাদেশের ভেতরে প্রবেশ করে আত্মসমর্পণ করার সম্ভাবনা আছে।
তিনি আরও জানান, আত্মসমর্পণকারী জানায়নি পালিয়ে আসা অন্যরা বাংলাদেশের নাগরিক কি না। তারা মূলত ক্যাম্পে টিকতে না পেরে পালিয়ে আসছেন।
লে. কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন জানান, জীবন তঞ্চঙ্গাকে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।