দুদকের মামলায় সাবেক সংসদ সদস্য এনামুল গ্রেপ্তার

মানিলন্ডারিং মামলায় সাবেক সংসদ সদস্য এনামুল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রোববার (১০ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের জিআর শাখার কর্মকর্তা আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ আদালতে সাবেক সংসদ সদস্য এনামুলকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
গত ১৬ সেপ্টেম্বর রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে ঢাকার আদাবর থেকে গ্রেপ্তার করে র্যাব।
নথি থেকে জানা গেছে, গত ২৮ এপ্রিল এনামুল হকের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে দুটি মামলা করেন। দুটি মামলার মধ্যে আজ একটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
এজাহার থেকে জানা গেছে, এনামুল হক জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ১৮ কোটি আট লাখ ২৮ হাজার ৯২ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। পাশাপাশি তিনি ও তার প্রতিষ্ঠানগুলোর নামে পরিচালিত ২২টি ব্যাংক হিসাবে ২০০৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে মোট ২২৩৯ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৬০২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
অন্যদিকে, এনামুল হকের সহধর্মিণী তহুরা হকও তার স্বামীর সহায়তায় সাত কোটি ৯৫ লাখ ৭ হাজার ৮২৭ টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আনা হয়। তার দুটি ব্যাংক হিসাবে তিন কোটি ৪০ লাখ ১৬ হাজার টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।