নেত্রকোনার বাইপাস সড়কে ছুটছে পর্যটকরা

নেত্রকোনার বাইপাস সড়ক জেলা শহরের মানুষের জন্য নতুন আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন দুপুর থেকে সূর্য ডোবা পর্যন্ত এই সড়কে ভিড় জমায় নারী-পুরুষ ও শিশুসহ সব বয়সী হাজারো মানুষ।
নেত্রকোনা পৌর শহরের কাছেই অবস্থিত এই সড়কের নির্মাণ কাজ এখনও চলমান থাকলেও স্থানীয়রা এই স্থানকে বিনোদনের জন্য ব্যবহার করছেন। শহরের কোলাহল থেকে একটু দূরে এসে তারা এখানে সময় কাটাচ্ছেন এবং ছুটির দিনে মানুষের ভিড় আরও বেশি হয়। সময় কাটানোর পাশাপাশি সড়কের পাশে অস্থায়ীভাবে বসানো হয়েছে বিভিন্ন ধরনের দোকান, যেখানে স্থানীয়রা বেচাকেনা করছেন।
নেত্রকোনা জেলা শহরের যানজট কমাতে এবং জেলার পর্যটন ও মৎস্য পরিবহণে সহায়তা দিতে নির্মিত এই বাইপাস সড়কটি পশ্চিমে চল্লিশা থেকে শুরু হয়ে পূর্বদিকে সিংহের বাংলা এলাকায় মহাসড়কের সাথে যুক্ত হবে। মোট দীর্ঘতা প্রায় ১৩.২ কিলোমিটার এবং নির্মাণে বরাদ্দ হয়েছে ২৯৪ কোটি টাকা।
নির্মাণকৃত এই বাইপাস সড়ক চালু হলে নেত্রকোনা জেলার বারহাট্টা, কলমাকান্দা, মোহনগঞ্জ উপজেলা এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ আরও সহজ ও দ্রুততর হবে।