আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে : ডা. জাহিদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গত ১৬ বছরে আওয়ামী লীগের কাছে লুণ্ঠন করা অর্থ আছে, অস্ত্র আছে। আমাদের দুটো খালি হাত আছে। তা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে বিজয় র্যালি উদ্বোধন শেষে ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন আরো বলেন, গত ১৬ বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী ঘুম খুন হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন৷ কারাগারে ও আদালতের বারান্দায় তাদের সময় কেটেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় গুম হওয়া বিএনপি নেতা হিরু ও হুমায়ুনকে ফেরতের দাবি জানাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্য দেন হাজী আমিন-উর রশিদ ইয়াছিন। সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

পরে বিজয় র্যালিটি নগরীর কান্দিরপাড় দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক পদ দক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ মহানগর বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা।