শিশুরা যখন ঘুমিয়ে থাকে, সোহান তখন ব্যস্ত ফুটবল খেলতে

ভোরবেলা যখন আশপাশের শিশুরা ঘুমে বিভোর, তখন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের সোহান মাঠে ছুটে যায় ফুটবল খেলতে। বয়স মাত্র ছয় বছর। সে পড়ছে প্রথম শ্রেণিতে। নেই ভালো ফুটবল, নেই একজোড়া জুতা; তবুও হৃদয়ে রঙিন স্বপ্ন- একদিন দেশের হয়ে খেলবে, হবে মেসির মতো বিশ্বনন্দিত ফুটবলার।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সোহানের ফুটবল খেলার একটি ভিডিও। ড্রিবলিং, পাস, আর ছোট ছোট গোলে অনন্য স্টাইল দেখে মুগ্ধ অনেকেই। ভিডিওটি প্রমাণ করে- প্রতিভা শুধু শহরের একাডেমিতে নয়, জন্ম নেয় গ্রামীণ ধুলোমাটিতেও।
সোহানের বাবা মো. সোহেল প্রধান পেশায় সাইকেল মেকানিক। দিনমজুরির সামান্য আয়েই চলে সংসার। ফুটবল খেলার জুতা তো দূরের কথা, নিয়মিত কোচিংয়ের খরচও মেটানো অসম্ভব। তবুও সন্তানের স্বপ্নকে বুকে ধারণ করে দিনশেষে ক্লান্ত শরীরে হাসেন এই বাবা।
সোহানের বাবা সোহেল প্রধান বলেন, জুতা কিনে দিতে পারি না, তবু স্বপ্ন দেখি- আমার ছেলে দেশের হয়ে খেলবে। আমার একার পক্ষে কিছু সম্ভব না, সোহানের জন্য সবার এগিয়ে আসা দরকার।
সোহান বলে, আমি দেশের হয়ে খেলতে চাই। মেসির মতো ফুটবলার হতে চাই।
স্থানীয়রা বলছেন, সোহান কেবল একটি গ্রামের নয়, সে পুরো দেশের সম্পদ। একটু সহযোগিতা পেলে যেতে পারে অনেক দূর।
স্থানীয় মোবারক হোসেন বলেন, সোহানের বাবার সামর্থ্য নেই ছেলেকে ভালো ক্লাবে দিতে। সরকারের উচিত তার দায়িত্ব নেওয়া, তাহলে তার প্রতিভা নষ্ট হবে না।
কলাকান্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, সোহানের চোখে সম্ভাবনার আলো স্পষ্ট। একটু সহায়তা পেলে এই শিশুই একদিন লাল-সবুজের পতাকা হাতে মাঠ কাঁপাবে। আমরা বিষয়টি ক্রীড়া সংস্থা ও প্রশাসনের নজরে আনছি।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, সোহান শুধু চাঁদপুর নয়, পুরো দেশের সম্পদ। আমি ও জেলা ক্রীড়া অফিসার তার খেলা দেখতে যাব। তার পরিবারকে সহযোগিতা করতে যা যা প্রয়োজন, আমরা সব ধরনের সহায়তা করব।