হাসিনা ফিরলে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে : দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আপনারা নিশ্চয়ই টেলিভিশনে দেখেছেন, তিনি (শেখ হাসিনা) বলেছেন, আমি ভারতকে যা দিয়েছি, তা কোনো দিনও শোধ করতে পারবে না। যদি কোনোভাবে শেখ হাসিনা ভারত থেকে পার হয়ে এপারে আসতে পারে, তবে বাংলাদেশের নাম আর বাংলাদেশ থাকবে না। দেশের সার্বভৌমত্ব বিক্রি হয়ে যাবে। বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হবে।
গতকাল শুক্রবার (১ আগস্ট) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর কলেজ মাঠে জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় স্থানীয় বিএনপি আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা দুলু বলেন, একটি মহিলা ভোটারবিহীন নির্বাচন করে গত ১৫ বছর শাসন-শোষণ করেছেন। সম্প্রতি তিনি ভার্চুয়ালি, টেলিফোন ও টেলিগ্রামের মাধ্যমে নতুন করে চক্রান্ত শুরু করেছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মোজাহার আলী, নলডাঙ্গা উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।