প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল

চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করায় বিক্ষোভ করেছে যাত্রীরা। এ সময় তারা স্টেশন ম্যানেজার ও স্টেশনমাস্টারের কক্ষের সামনে অবস্থান করে ক্ষোভ জানায়। একপর্যায়ে স্টেশন মাস্টারের কক্ষের সামনে ভাঙচুর করে তারা। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম স্টেশনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে প্রবাল এক্সপ্রেস বেলা ৩টা ১০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সে ট্রেন কক্সবাজার থেকে চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছায় বিকেল ৫টার পর। এরপর এই ট্রেন প্রবাল এক্সপ্রেস হয়ে কক্সবাজারে যায়। কিন্তু নির্ধারিত সময়ের অনেক দেরিতে আসায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দেরি ও যাত্রা বাতিল করায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর স্টেশন ম্যানেজার ও মাস্টারের রুমের সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করে। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডা হয়।
চট্টগ্রাম রেল স্টেশন মাস্টার আবু বক্কর জানান, ঘটনার সময় তিনি স্টেশনে ছিলেন না। ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের টিকেটের টাকা ফেরত দেওয়া হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান।