অল্প বৃষ্টিতেই বিদ্যালয়ের সামনে জমে যায় পানি, দুর্ভোগে শিক্ষার্থীরা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অল্প বৃষ্টিতেই মাঠজুড়ে জমে যায় পানি। ফলে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত ও ক্লাসে অংশগ্রহণে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) সরেজমিনে দেখা যায় বিদ্যালয়ের সামনে পানি জমে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা রানী সরকার জানান, বিদ্যালয়ে ১৮১ জন শিক্ষার্থী রয়েছে। ৪৬ হাজার টাকার একটি পানি নিষ্কাশন প্রকল্প বাস্তবায়ন হলেও কাজটি যথাযথ হয়নি। মাত্র চার ট্রাক মাটি ফেলা ও কয়েকটি পাইপ বসানো ছাড়া কোনো উন্নয়ন দেখা যায়নি।
স্থানীয় বাসিন্দা শামিম মোল্লা অভিযোগ করে বলেন, বিদ্যালয়টি গত ১৭ বছরে কোনো উন্নয়ন পায়নি। চলতি বছর একটি প্রকল্প অনুমোদন হলেও ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাজাহান মোল্লা অনিয়ম করে দায়সারা কাজ করেছেন। অভিভাবকরাও বলছেন, শিশুরা বিদ্যালয়ে গিয়ে ভিজে যায়, বই-খাতা নষ্ট হয়, এমনকি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
তৃতীয় শ্রেণির ছাত্রীর বাবা রুবেল মিয়া বলেন, সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়, শিশু শ্রেণির শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। বৃষ্টি হলেই চিন্তায় থাকি কাঁদা পিচ্ছিল রাস্তায় কখন ছোট ছোট বাচ্চারা পড়ে গিয়ে হাত-পা ভেঙে যায়।
শিক্ষার্থী সুমাইয়া জানায়, একটু বৃষ্টি হলেই স্কুলের সামনে রাস্তায় পানি জমে থাকে। ফলে চলাচলে অনেক অসুবিধা হয়। একটু সাবধানতার অভাবে পড়ে গিয়ে হাত-পা ভাঙার ঝুঁকি থাকে। এ ছাড়াও খেলার মাঠে সব সময় পানি জমে থাকার কারণে আমরা খেলাধুলাও করতে পারি না।
প্রকল্পের বিষয়ে হরগজ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন জানান, কাবিখা ২৪-২৫ অর্থবছরের দেড় টন চাল বরাদ্দ দিয়ে একটি ড্রেন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু তার মতে, কাজটি সঠিকভাবে হয়নি বলেই পানি জমছে।
এ বিষয়ে ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে প্রকল্প কমিটির সদস্য সচিব ও স্থানীয় ইউপি সদস্য শাজাহান মোল্লার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।