বৃষ্টিস্নাত রাজধানীতে অফিসগামীদের দুর্ভোগ, ভোগান্তি

রাজধানীতে ভোর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে বৃষ্টির কারণে অফিসমুখী মানুষ পড়েছেন দুর্ভোগে। নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পেরে অনেকে পড়েছেন বিপাকে।
অন্যদিকে বৃষ্টির কারণে রাস্তায় কোথাও কোথাও পানি জমায় যানবাহনের গতি কমে গেছে। এতে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, ফার্মগেট, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, উত্তরা, খিলক্ষেত, বনানী, বাড্ডা, রামপুরা, মালিবাগের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
সরেজমিনে রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে দেখা গেছে, হালকা বৃষ্টিতে রাস্তাজুড়ে যানবাহনের গতি অনেকটা থেমে গেছে। গাড়িগুলো হর্ন বাজিয়েও এগোতে পারছে না। সড়কের দুই পাশে অফিসগামীরা দাঁড়িয়ে আছেন বাসের অপেক্ষায়। কেউ ছাতা মাথায়, কেউ আবার ভিজে ছাতা ছাড়াই দৌড়াচ্ছেন বাস ধরতে। এই সুযোগে রিকশা ও সিএনজির ভাড়াও বেড়ে গেছে।
মিরপুর থেকে সদরঘাটগামী তানজিল পরিবহণের যাত্রী রকিবুল হাসান বলেন, খামারবাড়ি থেকে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার পর্যন্ত আসতে লেগেছে ৪৫ মিনিট। অথচ অন্যদিন লাগে ১০ মিনিট। প্রতিদিন অফিসে যেতে দেড় ঘণ্টা লাগে। আজ দুই ঘণ্টার বেশি সময় বসে পল্টন পর্যন্ত এসেছি।
বৃষ্টির কারণে অনেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেছেন। ফলে সড়কে গাড়ির সংখ্যা বেড়ে গেছে। সিগন্যালের মোড়ে মোড়ে যানজট আরও প্রকট হয়ে উঠেছে।
আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজধানী ঢাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের প্রথমার্ধের পুরো সময়জুড়ে আকাশ মেঘলা থাকতে পারে, যার ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।