নেছারাবাদে নির্মাণ শেষের আগেই ধসে পড়ল সেতু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নির্মাণাধীন একটি সেতুর কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে এবং পরে তা ভেঙে ফেলতে বাধ্য হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নির্ধারিত সময়সীমা না মানায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের মাদ্রা বাজার সড়কে নির্মাণাধীন সেতুটি হঠাৎ ধসে পড়ে। পরদিন বুধবার (২৩ জুলাই) এলজিইডি কর্তৃপক্ষ সেতুটির ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলার কাজ শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব জলাবাড়ি খ্রিস্টানপাড়া থেকে মাদ্রা বাজার সড়কে দুটি গার্ডার সেতু নির্মাণের জন্য ২০২১ সালের ২৯ ডিসেম্বর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার টাকায় কার্যাদেশ দেয় পিরোজপুর এলজিইডি। সেতু দুটি যথাক্রমে ২২ ও ১৫ মিটার দৈর্ঘ্যের।
চুক্তি অনুযায়ী, ২০২২ সালের ২৮ ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানটি মূল কাজ নিজে না করে সাব-কন্ট্রাক্টরের মাধ্যমে করায় নির্মাণে গুণগত মান বজায় থাকেনি। স্থানীয়দের অভিযোগ, সাব-কন্ট্রাক্টর প্রথম পর্যায়ে সেতুর গার্ডার স্থাপন না করেই ছাদ ঢালাই দেয়, যা নির্মাণগত বড় ধরনের ত্রুটি।
পরবর্তীতে ঢালাইয়ের কিছুদিনের মধ্যেই সেতুর অংশে ফাটল দেখা দেয়। এতে স্থানীয়রা কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানালে এলজিইডি তদন্ত করে ঢালাই অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়।
ব্রিজে ফাটল ধরার বিষয় জানতে চাইলে সাব-কন্ট্রাক্টর পিরোজপুরের খোকন মিয়া জানান, ঢালাই দিয়ে তারা চলে যাওয়ার পরে কে বা কারা সেন্টারিং খুলে ফেলায় ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. রায়সুল ইসলাম জানান, পুরো স্লাব (ছাদ) ভেঙে নতুনভাবে নির্মাণ করতে হবে। তবে মূল ঠিকাদারকে না পাওয়ায় কাজ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।