রাজধানীতে দিনে-দুপুরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে নিহত ১

রাজধানীতে দিনে-দুপুরে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছে। মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের গেটের সামনে আজ শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ফজলে রাব্বি সুমন (২৫)। তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া গ্রামে।
নিহতের বন্ধুরা জানান, দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের গেটে গেলে এক ছিনতাইকারী সুমনের মোবাইলফোন নিয়ে কাড়াকাড়ি করে। এ সময় সে মোবাইল দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারী তার পায়ের উরুতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে মোবাইলফোন নিয়ে চলে যায়। পরবর্তীতে সুমনের সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফজলে রাব্বি সুমনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে ভোলা থেকে সুমনের বাবা মো. বশির মোবাইলফোনে এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে শুনেছি, আমার ছেলেকে কেউ মেরে ফেলেছে। আমি এখন ঢাকায় যাচ্ছি। শুনেছি তার লাশ ঢাকা মেডিকেলে রাখা হয়েছে।