চাটমোহরে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

পাবনার চাটমোহরে পুকুরে মাছ ধরতে গিয়ে কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় লোকমান হোসেন তার নিজ পুকুরে জেলেদের নিয়ে মাছ ধরতে নামেন। এ সময় কয়েকজন জেলের পায়ে শক্ত কিছু বাঁধলে তারা সেটিকে পানি থেকে তুলে আনেন। পরে দেখা যায়, এটি একটি বিষ্ণু মূর্তি। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা পুকুর পাড়ে জড়ো হয়ে মূর্তিটিতে পূজা শুরু করেন।
উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় ৩ ফুট। স্থানীয়দের ধারণা, এটি কষ্টিপাথরের তৈরি এবং এর বাজারমূল্য ১০ থেকে ১৫ কোটি টাকার মতো হতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, মূর্তিটি বর্তমানে থানায় নিরাপদে রাখা আছে। বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হয়েছে। তাদের প্রতিনিধি দল এসে এটি বুঝে নেবে।