বিয়ের অনুষ্ঠান থেকে স্বেচ্ছাসেবক লীগনেতা গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠান চলাকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মৃধা জর্জকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাসির উদ্দিন মৃধা জেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলা উদ্দিন বলেন, একাধিক মামলার এজাহারভুক্ত আসামি নাসির উদ্দিন মৃধাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক এনটিভি অনলাইনকে জানান, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলায় নাসির উদ্দিন মৃধা এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে কালীগঞ্জ থানার সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাসির উদ্দিন মৃধার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগ।
গ্রেপ্তারের সময় রিসোর্টে তার ভাতিজার বিয়ের অনুষ্ঠান চলছিল, সেখানে তার স্বজন ও অতিথিরা উপস্থিত ছিলেন। পুলিশ হাতকড়া পরিয়ে তাকে গ্রেপ্তার করলে উপস্থিত জনতার মাঝে কিছুটা চাঞ্চল্য দেখা দেয়।