২০ শিক্ষার্থীকে বাঁচানো শিক্ষিকা মাহরিন চিরশায়িত

রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ২০ শিক্ষার্থীর প্রাণ বাঁচানো শিক্ষিকা মাহরিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
মাহরিন চৌধুরীর গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায়।
মাইলস্টোন কলেজে আগুনের লেলিহান শিখা যখন শিক্ষার্থীদের গ্রাস করছিল, তখন মাহরিন চৌধুরী নিজের জীবন বাজি রেখে প্রাণ বাঁচিয়েছেন ২০ শিক্ষার্থীর। কিন্তু বাঁচানো যায়নি তাকেই।
মাহরিন ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। জিয়াউর রহমানের আপন খালাতো ভাই মহিদুর রহমানের মেয়ে তিনি।
মাহরিন চলে গেলেও রেখে গেছেন স্বামী মনসুর হেলাল, তাদের দুই ছেলে, দুই ভাই ও এক বোন।
মাহরিনের চাচা ডিডু চৌধুরী বলেন, এমন মানুষ আর আসবে না। সে ঢাকায় থাকলেও বগুলাগাড়ির মানুষের প্রতি তার অনেক ভালোবাসা ছিল। গরিব-দুঃখী মানুষকে সে অনেক সাহায্য করত।
এই মহীয়সী নারীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী।