কন্টেইনার ট্রেইলর উল্টে কুমিল্লা-সিলেট মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি কন্টেইনার ট্রেইলার উল্টে সড়কের ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লার দেবিদ্বার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের কাছে সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে খবর আসে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারে একটি দুর্ঘটনা হয়েছে। সাড়ে ১০টার দিকে এ কন্টেইনার উঠিয়ে সড়কের মাঝে রাখা হয়েছে। দুই পাশে আটকে থাকা গাড়িগুলো চলাচল কিছুটা স্বাভাবিক হলে আমরা বাকি কাজ সম্পন্ন করব।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, কন্টেইনারে চালক সকাল সাড়ে ছয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা হয়। কন্টেইনারটি উঠিয়ে সড়কের মাঝে রাখতে অনেকক্ষণ সময় লেগেছে। দুর্ঘটনার পর চার ঘণ্টায় সড়কের যানজট ছড়িয়েছে ১৫ কিলোমিটার এলাকা।