কুমিল্লায় যুবদলের উপজেলা আহ্বায়ক বহিষ্কার

‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে’ -এমন বক্তব্য দেওয়ার পর কুমিল্লার চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে বুধবার (৩ সেপ্টেম্বর) দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে ওই বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে ‘ব্যালট পেপার ছাপানোর ঘোষণার কথা উল্লেখ করা হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব বিএনপি বা যুবদল নেবে না এবং সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও কুমিল্লা উত্তর জেলা যুবদলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আলাদা ব্যালট পেপার ছাপানোর বক্তব্য সম্পূর্ণ অরাজনৈতিক এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ণ করেছে। মূলত সেই বক্তব্যের কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে সদ্য বহিষ্কৃত আবুল খায়ের বলেন, এখনও আমি কোনো চিঠি হাতে পাইনি। দল যদি আমাকে বহিষ্কার করে, তারপরও আমি দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই।
একই প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম নাসেরকেও বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট কুমিল্লার চান্দিনা উপজেলার কংগাই উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মাও. আবুল খায়ের বলেন, ‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে।’ তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।