সংসদের উচ্চকক্ষ নিয়ে দুই-তিন দিনের মধ্যে সিদ্ধান্ত : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। ফাইল ছবি
সংসদের উচ্চকক্ষ বিষয়ে কমিশন আগামী দুই-তিন দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
আজ রোববার (২০ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৫তম দিনের আলোচনার সূচনা বক্তব্যে এসব কথা বলেন।
ড. আলী রীয়াজ বলেন, সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা এবং আলোচনার আগ্রহ প্রশংসনীয়। যার ফলেই নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র করা সম্ভব হবে।
৩১ জুলাইয়ের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোই লক্ষ্য বলে জানান তিনি। আজকের বৈঠকে, তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা শুরু হয়েছে।