আমাদের হাইকোর্ট দেখাবেন না : শিবির সভাপতি
জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, জুলাই শহীদদের বিচার এখনো হয় নাই, এটা আমাদের জন্য দুঃখজনক, কষ্টকর। আমাদের হাইকোর্ট দেখাবেন না। এই জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করেন। শহীদ গাজীদের স্বীকৃতি দেন। না হয় ছাড় দেওয়া হবে না।

শিবির সভাপতি বলেন, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অনেকে টালবাহানা করছে। খুনের রাজনীতি করছে। আমরা বলব লাখো শিক্ষার্থীদের প্রাণের দাবি। দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেন। আমরা করো চোখ রাঙানিকে ভয় পাই না। আমার আবার জীবন দিতে প্রস্তুত। প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে। তবুও এই দেশকে কোনো স্বৈরাচারীর হাতে তুলে দিবো না।