জামায়াতের সমাবেশে ১৫টি মেডিকেল বুথ, প্রস্তুত চিকিৎসক ও অ্যাম্বুলেন্স

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। আজ শনিবার (১৯ জুলাই) দুপুর ২ টায় শুরু হবে এই সমাবেশ।
সমাবেশ শুরুর ৬ ঘণ্টা আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যানের গেটের বাইরে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছে।
এদিকে সমাবেশে আগত নেতাকর্মীদের জন্যে প্রস্তুত রাখা হয়েছে ১৫টি মেডিকেল বুথ।
এ বিষয়ে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের এক নেতা বলেন, জামায়াতের সমাবেশকে সামনে রেখে আমাদের মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স ও টেকনোলজি সমন্বয়ে মোট ১৫টি বুথে চিকিৎসা সেবা দেওয়া হবে ইনশাআল্লাহ।
ডা.মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, আমরা প্রাথমিক চিকিৎসার জন্যে সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছি। সকাল থেকেই প্রচুর ভিড় দেখা যাচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের সেবা দিতে।
বুথগুলো অবস্থান-মঞ্চের পেছনে, মন্দিরের পাশে, মুক্তমঞ্চ ও শহীদ মিনারে পাশে, লেকের পশ্চিম পাশে, জাতীয় জাদুঘরের সামনে, প্যান্ডেলের সোজা পূর্ব দিকে, টিএসসি, বাংলা অ্যাকাডেমি, রমনা গেট, শিশু পার্ক গেট, ইঞ্জিনিয়ার ইন্সিটিউট গেট, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গেটের ভিতর ঢুকে ডানে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গেটের ভিতরে ঢুকে বামে, শিখা অনির্বাণের পাশে।