রাজনৈতিক দল-ব্যক্তির বিরুদ্ধে স্লোগান না দেওয়ার নির্দেশনা জামায়াতের

দীর্ঘ ২৪ বছর পর আগামীকাল শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে দলটি। এর মধ্যে রয়েছে- সমাবেশে আসা নেতাকর্মীরা যেন কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির বিরুদ্ধে স্লোগান না দেন।
আজ শুক্রবার (১৮ জুলাই) জামায়াতের সেক্রেটারি জেনারেল ও জাতীয় সমাবেশ-২০২৫ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলকে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছানোর চেষ্টা করা ও মাঠ কানায় কানায় পূর্ণ করতে হবে। দলের আমীরের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত নিজের জায়গা ছাড়া যাবে না। এমনকি বৃষ্টি হলেও যার যার অবস্থানে বসে থাকতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, জাতীয় পতাকা ছাড়া অন্য কোনো পতাকা প্রদর্শন করা যাবে না। মিছিল নিয়ে আসার ক্ষেত্রে ক্রিয়াশীল কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না।
এছাড়া সমাবেশে বয়স্ক ও শিশুরা (যদি আসে) অগ্রাধিকার পাবে। নেতাকর্মীদের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে ১৫টি মেডিকেল বুথ এবং প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার থাকবেন। অসুস্থ হলে সেখান থেকে চিকিৎসা সেবা নেওয়া যাবে। শৃঙ্খলা বজায় রাখতে পোশাকধারী স্বেচ্ছাসেবকদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে এবং সম্ভব হলে প্রত্যেকের সঙ্গে পর্যাপ্ত খাবার পানির বোতল রাখতে বলা হয়েছে। সমাবেশ শেষ হওয়ার পর দ্রুত সভাস্থল ত্যাগ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।