তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

আগামী সংসদ নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আজ রোববার (৩১ আগস্ট) বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, কিছু রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন। বিকেলে তিনটার সময় বিএনপির সঙ্গে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে আলোচনা হবে।
শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে। কোনো শক্তি বা ষড়যন্ত্রই নির্বাচন আটকাতে পারবে না।
শফিকুল আলম আরও বলেন, সমসাময়িক বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন উপদেষ্টা, ন্যাশন্যাল সিকিউরিটি অ্যাডভাইজার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাসহ আরও কয়েকজনের জরুরি বৈঠক হয়েছে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকে ন্যক্কারজনক উল্লেখ করে প্রেস সচিব বলেন, এই ঘটনা তদন্তে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ঘটনার পর নুরুল হক নুরের পরিবারের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা এবং সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দিয়েছেন বলেও জানান প্রেস সচিব।